জাহাঙ্গীর হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাকারবারি বহন করা একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে পিকআপে থাকা একটি মাছের ড্রাম থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপটি আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
১৩ মে মঙলবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামীণ রাস্তা থেকে ওই পিকআপটি আটক ও মদ ভর্তি বোতলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চোরাকারবারিরা ১২ মে সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা দিয়ে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে এমন খবরে ওই এলাকায় নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। কিন্তু পিকআপ ভ্যানের চালক ভ্যানটি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপটি ধাওয়া করলে পিক-আপের চালক কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় পিকআপটি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ পিকআপটি আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে মাছ নেওয়ার ড্রামের ভেতরে বিশেষ কায়দায় ২টি বস্তায় রাখা ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং পিকআপটি আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।