১৭০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৭০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদকঃ ১৭০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতার মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
অদ্য ১২/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া গোয়ালিমান্দ্রা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত, অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা মূল্যমানের ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। শাহিন খান (৩৪), পিতা- বাচ্চু খান, সাং- হাত বালিগাও, থানা- টঙ্গীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ জাফর দুলা (৩২), পিতা- জলিল দুলা, সাং- ফুলবাগিচা বড় ব্রিজ, থানা- লালমোহন, জেলা- ভোলা, ও ৩। মোঃ মিলন (৩৮), পিতা- মৃত লালমিয়া শেখ, সাং- হাত বালিগাও, থানা- টঙ্গীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স