ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 


আপডেট সময় : ২০২৫-০৫-১২ ১৮:১৭:৫৫
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

 

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার পল্লী বিদুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করে তারা।

শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ গেলো চার মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করে। বেতন ও বোনাসের টাকা পরিশোধ না করে লে-অফ ঘোষণা দেওয়ায় শ্রমিকরা মহাসড়কে অবরোধ শুরু করে। এসময় প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ