অপহরণ করে মুক্তিপণ দাবী মামলার তদন্তে প্রাপ্ত আসামী আমীন কক্সবাজারের টেকনাফ হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
অপহরণ করে মুক্তিপণ দাবী মামলার তদন্তে প্রাপ্ত আসামী আমীন কক্সবাজারের টেকনাফ হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : অপহরণ করে মুক্তিপণ দাবী মামলার তদন্তে প্রাপ্ত আসামী আমীন (৪২) কক্সবাজারের টেকনাফ হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ২৪/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকার সময় মাদ্রাসা পড়ুয়া ভিকটিম রাব্বি শেখ (১৬) তাদের ভাড়াবাসা হতে ঘুরার উদ্দেশ্য বের হলে রাত হওয়ার পরও বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের বাবা মো: রাসেল শেখ (৪৫) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করেন যাহার নং- ২৮১, তারিখ- ০৫/০৫/২০২৫ খ্রি.।
পরবর্তীতে গত ০৭/০৫/২০২৫ তরিখ মোবাইল ফোনে অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমের বাবা মো: রাসেল শেখ (৪৫) এর নিকট বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ৩,৭০,০০০/- (তিন লক্ষ সত্তর হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিমের বাবা ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিষয়টি জানালে মামলা নং- ১৬, তারিখ- ১০/০৫/২০২৫ খ্রি., ধারা- ৩৬৪/৩৮৫/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
উক্ত অপহরণের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১০/০৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণে তদন্তে প্রাপ্ত আসামী আব্দুল আমিন (৪২), পিতা- আবুল কাশেম, সাং- আলীরডেইল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স