ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কর্তন, শাশুড়ির মামলায় জামাতা কারাগারে।


আপডেট সময় : ২০২৫-০৫-১২ ০০:১৩:৪৪
জগন্নাথপুরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কর্তন, শাশুড়ির মামলায় জামাতা কারাগারে। জগন্নাথপুরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কর্তন, শাশুড়ির মামলায় জামাতা কারাগারে।


জগন্নাথ পুর সুনাম গঞ্জ থেকে মাসুম আহমদ। যৌতুকের জন্য স্ত্রীর মাথার চুল কর্তন ও শারিরীক নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে।


 আজ রোববার (১১ মে) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে অভিযুক্তকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে রুমন মিয়া (২৩)।


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মাসে আগে অভিযুক্ত রুমন মিয়া একই এলাকার কদমতলী গ্রামের কুরশ মিয়ার মেয়ে আখি বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই বাবা বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতনের শিকার হতে হয় ভুক্তভোগী আখি বেগমকে। এনিয়ে একাধিক বার সালিশও হয়েছে। গত ২৬ এপ্রিল ৫০ হাজার টাকার জন্য আখি বেগমকে মারপিটের এক পর্যায়ে দা ও কাঁচি দিয়ে তার চুল কেটে দেওয়া হয়। এ ঘটনায় গত ৪ মে আখির মা শাহানারা বেগম বাদি হয়ে জামাত রুমন মিয়াকে প্রধান করে ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা করেন।


মামলার বাদি শাহানারা বেগম জানান, বিয়ের পর থেকেই আমার মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে প্রায়ই মারধর করত। মেয়ের সুখের জন্য আমি এক লাখ টাকাও দিয়েছি। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। তাই নিরুপায় হয়ে বিচার পেতে মামলা করেছি।


এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ