ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে রাবার বাগানে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৫-১১ ০১:১১:৩৮
শেরপুরে রাবার বাগানে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার শেরপুরে রাবার বাগানে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
 

 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে একটি রাবার বাগানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। 

 
আজ ১০ মে শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে ওইসব মাদক উদ্ধার করা হয়।  

 
পুলিশ সূত্রে জানা যায়, ছালমা রাবার বাগান হয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় মদ পাচারের খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের নেতৃত্বে আজ শনিবার ভোর ৫টার দিকে ছালমা রাবার বাগানে অভিযান চালায় পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা। পরে পুলিশ ১ হাজার ৩৮৬ বোতল  বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা হবে। 

 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ