ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতি চালু করণে লক্ষে সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৫-০৫-১০ ২১:৪৯:১৫
ফুলবাড়ীতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতি চালু করণে লক্ষে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতি চালু করণে লক্ষে সংবাদ সম্মেলন



মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুরের ফুলবাড়ীতে স্যাটভিমন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর এনালগ পদ্ধতি বন্ধ ও ডিজিটাল পদ্ধতি চালু করণের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।


গতকাল শনিবার সকাল ১১টায় স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালক জারজিস আহম্মেদ সংবাদ সম্মেলনে বলে, সরকারের অনুমতি (লাইসেন্স নং-সিও-১১০) নিয়ে এবং যাবতীয় কার্যক্রম নিয়মকানুন মেনে গত ২৫-৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে স্যাট-ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক থেকে ক্যাবল লাইন সংযোগ প্রদান করে গ্রাহকদের কাছ থেকে সরকারের নির্ধারিত আইন মেনে ১৫০টাকা এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। গ্রাহকের স্বার্থ বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি।


এখানে ১ হাজার লোকের কর্মসংস্থান সহ রুটি রুজির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষে সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল লাইনের আওতায় আনতে প্রায় ৪ বছর পূর্বে নোটিশে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলিতে ফ্যাসিবাদীরা কতিপয় ডিস ব্যবসায়ীরা ব্যবসা দখলের সব ধরনের প্রক্রিয়া অব্যহত রেখেছে যাতে আমরা ডিজিটাল পদ্ধতিতে ঢুকতে না পারি।


ক্যাবল লাইনে ডিজিটাল বক্স (ঝবঃঁঢ় ইড়ী) কোন অবৈধ্য বক্স নয়। এই বক্স সরকারে নির্দেশনার একটি অংশ। আমি প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে সরকারকে ভ্যাট ট্যাক্স সহ সকল প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করে আসছি। আমি কখনই গ্রহকদেরকে হয়রানী করতে চাই না। তাদের সবরকম সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষনা দেন।


ডিজিটাল বক্স (ঝবঃঁঢ় ইড়ী) সুবিধা সমূহ ১। পরিষ্কার ঝকঝকে ছবি। ২। কোন কারণে ১/২ মাস চালাতে না চাইলে কোন মাসিক বিল দিতে হবে না। ৩। ১৫০/- টাকায় ২৪০টির বেশি চ্যানেল পাওয়া যাবে। ৪। সরকারের শতভাগ রাজস্ব প্রদানের সহযোগীতা করা হবে। ৫। যে সমস্ত গ্রাহক আর্থিক কারণে, অথচ আমাদের কার্ডের মাধ্যমে নিয়মিত বিল প্রদান করেছেন তাদেরকে জুলাই ২৫ইং শেষ সপ্তাহ থেকে সুলভ কিস্ততে তাদেরকে বক্স দেওয়ার ব্যবস্থা করা হবে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ