উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে রাস্তা থেকে উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা এখনো জানা সম্ভব হয়নি।
এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিলো।
তবে কিসের মাংস তা এখনো পরিস্কার করে বলা যাচ্ছে না।
বদলগাছী থানার ওসি-তদন্ত সাইফুল ইসলাম বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে হয়েছে। তবে প্যাকেটে কিসের মাংস তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে কিসের মাংস।