ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে আ’লীগ সাবেক-সহ সভাপতি ছাত্রলীগ কর্মী-সহ গ্রেফতার -২০


আপডেট সময় : ২০২৫-০৫-০৯ ২৩:৩৪:৫৬
নগরীতে আ’লীগ সাবেক-সহ সভাপতি ছাত্রলীগ কর্মী-সহ গ্রেফতার  -২০ নগরীতে আ’লীগ সাবেক-সহ সভাপতি ছাত্রলীগ কর্মী-সহ গ্রেফতার -২০



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে আ’লীগ সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ কর্মী-সহ ২০ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মোঃ আব্দুল খালেক (৮০), তিনি মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত ফয়েজ শেখের ছেলে এবং নগরীর মতিহার থানার ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্রলীগ কর্মী সাগর রেজা (২২), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উদয়নগর এলাকার মোঃ আলমগীর রেজার ছেলে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেফতার করা হয়েছে।


এছাড়াও, নগর পুলিশের অভিযানে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন রয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ