কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৫-০৯ ১২:৫৪:৩২
কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনার কয়রায় এক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময় নুরুল ইসলাম মোড়ল নামে এক শিক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মুূদি দোকানদার মুজাহিদ ইসলাম লাটিমের বিরুদ্ধে। শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় চলাকালীন সময় ওই মুদি দোকানদার বিদ্যালয়ের ভিতরে তাকে লাঞ্ছিত ও মারপিট করেছে। বুধবার বেলা ৩ টায় উপজেলার বাগালী ইউনিয়নের বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় স্কুলের অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়ের ভবনের নিচতলায় চতুর্থ শ্রেণির ক্লাসে ছিলেন, সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে স্থানীয়
মুূদি দোকানদার মুজাহিদ ইসলাম লাটিম পিতা মমতাজ সানা শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে শিক্ষককে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় শিক্ষকের হাতে থাকা নির্দেশিকা কাঠি তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে মারপিট করতে থাকে এবং ক্লাস থেকে ধরে নিয়ে স্কুলের মাঠে নিয়ে যায়। ধস্তাধস্তিতে শিক্ষকের গায়ে থাকা পাঞ্জাবি ছিড়ে যায়। শিক্ষকের পকেটে থাকা নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্কুলে ঝালমুড়ি বিক্রেতা এক নারী চিৎকার করলে স্কুলের সহকারী শিক্ষিকা বের হয়ে ঐ যুকবের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে শিক্ষককে রক্ষা করে।
বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিথী বিশ্বাস বলেন, আমি উপরের তলায় ক্লাসে ছিলাম। ক্লাস শেষে অফিসে এসে দেখি স্যার অফিসের ভিতরে এসে দাড়িয়ে আছে। স্যারের গায়ে থাকা পাঞ্জাবি ছেঁড়া ও স্যার খুব কাপছে। পরে ছেলে-মেয়েদের কাছে শুনতে পাই স্যারকে এক লোক ক্লাসে এসে গালিগালাজ ও মারপিট করছে।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ মুজাহিদ হোসেন (লাটুম) বলেন, আমি উনার কাছে টাকা পাবো, উনার বাড়িতে গিয়ে উনাকে খুঁজে পাইনি তাই ওনার প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেই টাকা চাইতে। ঐ শিক্ষককে মারপিট করার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, বায়লারহানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা বিষয়টা আমাকে ফোন করে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স