গোদাগাড়ীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০৫-০৮ ২২:৪১:৪০
গোদাগাড়ীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দীর্ঘ ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ মে) ভোর সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন কাকন দরগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মোঃ সুজন (৪৫), সে গোদাগাড়ী থানাধীন কাকন দরগাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ২০০৪ সালে গৃহবধূকে হত্যা চেষ্টার অপরাধে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন ধারায় তাকে ১২ বছরের কারাদন্ড প্রদান করেন। সেই থেকেই আসামী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আসামী সুজনকে গোদাগাড়ী থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স