বরিশাল প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জের গারুড়ীয়ার চরসমদ্দী বালিগ্রামের একাধিক মামলার আসামী মাদক সেবী, বখাটে রুবেল হোসেন হাওলাদার ( ২৮) এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকার একাধিক ব্যক্তি জানায়, রুবেল চরসমদ্দি বালিগ্রামের মৃত সুলতান হাওদারের ছেলে। হত্যা, চুরি, মাদক সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত ৫/১০/২০১৯ সালে তার নামে নিজের স্ত্রী হত্যার অভিযোগে একটি মামলা হয়।
এছাড়াও বিগত ১৫/১০/২০২৪ ও ১৭/১০২৪ ইং তার তার নামে মমতাজ বেগম নামেী এক মহিলার লাগানো বিভিন্ন জাতের গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়। যে মামলা বর্তমানে চলমান আছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই রুবেল আওয়ামী লীগের নাম পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষের অনেক অত্যাচার, নির্যাতন করেছে। বর্তমানে আবার বিএনপির নাম পরিচয় দিয়ে এলাকায় রাম রাজত্ব করে চলছে।
এলাকায় মাদক বেচাকেনার ব্যবসা সহ মাদক সেবী হিসাবে বেশ পরিচিত এই রুবেল।
বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত এই রুবেলের অত্যাচারের শিকার চরসমদ্দী বালিগ্রামের একাধিক ব্যক্তি জানায় তাদের এলাকার নিরীহ জনসাধারণের শান্তিতে বসবাসের জন্য অবিলম্বে বখাটে, রুবেলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।