ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ পত্নীতলার আগ্রাদ্বিগুন নলপুকুর থেকে সীমান্ত এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৫-০৫ ০২:২২:১৩
নওগাঁ পত্নীতলার আগ্রাদ্বিগুন নলপুকুর থেকে সীমান্ত এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার নওগাঁ পত্নীতলার আগ্রাদ্বিগুন নলপুকুর থেকে সীমান্ত এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
 
 
 
উজ্জ্বল কুমার সরকার 
প্রতিনিধি নওগাঁঃ
 
নওগাঁর পত্নীতলা থেকে আজ ০৩ মে ২০২৫ তারিখ আনুমানিক সারে ১১ টার সময় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি  এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জিআর-৭১৩৮৪৮, মানচিত্র-৭৮সি/১২ নলপুকুর নামক স্থানে পুকুরে মাছ ধরার সময় ০১টি পুরোনো ভাঙ্গা কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।
 
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিজিবি’কে অবগত করলে তাৎক্ষণিক সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় কষ্টি পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন।
 
পরবর্তীতে নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে, মূর্তিটি কষ্টি পাথর নয়। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ১.৬৬০ কেজি যার সিজার মূল্য- ধরা হয়েছে ৮৩,০০০= (তিরাশি হাজার) টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সর্তক।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ