ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৫ ০২:১১:২৬
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ
 

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক রবিবার (০৪ মে) বিকেলে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ যৌথ শোকবার্তা দিয়েছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা চিরস্মরণী হয়ে থাকবে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুমের শিকার নিরপরাধ মানুষের পাশে একজন আইনজীবী হিসেবে লড়াই করেছেন আপোষহীনভাবে। অনেক ক্ষেত্রে নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি মাথায় নিয়েও তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমদের পক্ষে তার এ লড়াই ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে থাকবে।

মজলুমদের পক্ষ থেকে আমরা তাঁকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মত একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থী আইনজীবীর বড়ই প্রয়োজন ছিলো। ইসলামী আন্দোলনের নিবেদিত এই প্রাণের মৃত্যুতে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহ তাআলা তাঁর এ শূন্যতা পূরণ করে দিন।

নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন। মহান রব, তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে উচ্চ মর্যাদা দানের কামনার পাশাপাশি তাঁর শেক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা আজ রাত ৮.৩০ মিনিটে ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার সকাল ১১টায় তার নিজ কর্মস্থল সুপ্রিম কোর্টে দ্বিতীয় নামাজের জানাজা এবং বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ