কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে খামারীরা
আপডেট সময় :
২০২৫-০৫-০৪ ২৩:৫৮:৫৭
কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে খামারীরা
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর ঃ গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে রাত কাটাচ্ছেন খামারীদের। কোন ভাবেই বন্ধ হচ্ছে না গরু চুরি। শনিবার (৪মে)
রাত আনুমানিক আড়াইটার দিকে জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামের শাহ সোহাগ মিয়ার বাড়ী থেকে ১ টি গাভী গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এই গরু চুরি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় শাহ সোহাগ মিয়া সন্ধ্যায় তার ১ টি গরু গোয়ালে রেখে ঘুমিয়ে পরে। পরে ফজরের নামাজের সময় ওঠে দেখেন তার গোয়ালে গরু নেই। আশ-পাশের অনেক খোজা খুঁজি করে কোন সন্ধান পায়নি। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকার খামারীরা।
গরু চুরির বিষয়টি নিয়ে কথা হয় এলাকাবাসীর সাথে তারা বলেন, এই অবস্থা চলতে থাকলে মানুষ আর গরু লালন-পালন করবেনা। বর্তমান সময়ে গরু লালন-পালন করা অনেক কষ্টের ব্যাপার। সারাদিন কাজ করে রাত জেগে গরু পাহারা দিতে হয় কিছুদিন আগে চোর আটক হলেও প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।”
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স