ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অল্পের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগুনের হাত থেকে রক্ষা পেল।


আপডেট সময় : ২০২৫-০৫-০৪ ২৩:৪০:২২
অল্পের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগুনের হাত থেকে রক্ষা পেল। অল্পের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগুনের হাত থেকে রক্ষা পেল।


 
 
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোটার ঃ গতকাল শনিবার নোয়াখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ভিতরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় হাসপাতালের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাইরে রাখা পুরোনো কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

 
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপস্থিত লোকজন।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পরিত্যক্ত অবস্থায় রাখা ওইসব আসবাবপত্রের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পাশে ছড়াতে শুরু করে। ঘটনাস্থলের পাশে জরুরি বিভাগ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত লোকজন ও হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা। অনেকেই আতঙ্কে এদিক ওইদিক ছোটাছুটি করতে থাকে।

 
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পুড়ে যাওয়ায় হাসপাতালের আইসিউসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 
রোগীর স্বজনরা জানান, এভাবে একটি হাসপাতালের জরুরি সেবার পাশে এই ধরনের মালামালগুলো উন্মুক্ত স্থানে রাখা ঠিক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আসার কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে।

 
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, ইমারজেন্সি কক্ষের পাশের ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে। তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

 
ফায়ার সার্ভিস নোয়াখালীর সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই মাইজদী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ