ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৫-০৪ ২১:৫০:৩৯
ব্রাহ্মণপাড়ায় রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা



মোঃ অপু খান চৌধুরী ঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন সড়ক যানজট মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময়  জনগণের চলাচলের রাস্তা দখল করে ও যানজট সৃষ্টি করে ট্রাক হতে ইট আনলোড করার অপরাধে অভিযুক্তকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল ৪ মে (রবিবার) উপজেলার ব্রাহ্মণপাড়া (সদর) বাজার সংলগ্ন রাস্তায় এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।


প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদর বাজার সংলগ্ন রাস্তায় ট্রাক থামিয়ে ইট আনলোড করা হয়। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে ও যানজট সৃষ্টি করে ইটের ট্রাক আনলোড করার অপরাধে অভিযুক্তকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের যানবাহনের বিরোদ্ধে  অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান । এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ