মাদক দিতে এসে গ্রেফতার মা-ছেলে
আপডেট সময় :
২০২৫-০৫-০৪ ১৫:৩৬:৪৩
মাদক দিতে এসে গ্রেফতার মা-ছেলে
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে গ্রেফতার হয়েছে মা-ছেলে। শনিবার (৩ মে) পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন থেকে গ্রেফতার মা-ছেলে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় টাপেন্ডাটল ট্যাবলেট পৌঁছে দিত। শনিবার সন্ধায় সাড়ে ৬টায় একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট থেকে সাদ্দামের মোড় যাওয়ার রাস্তায় অবস্থানকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ৪০ পিস টাপেণ্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। আজ একসাথে মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স