নিজস্ব প্রতিবেদক : সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের হবিগঞ্জ সদর শাখা (২)-এর উদ্যোগে একটি ব্যবসা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর শাখার অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বীমা খাতের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে কর্মীদের উৎসাহিত করতেই আয়োজন করা হয় এই গুরুত্বপূর্ণ সভার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর শাখা অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন, ইউনিট ম্যানেজার ও সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান, ফিনান্স অ্যাডভাইজার মুজাহিদ মিয়া, আবদুল ওয়াদুদ, আলী হোসেন, আকাশ আহমেদ, চম্পা রানী সরকার সহ শাখার অন্যান্য বীমা কর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিটি বীমা কর্মীর দায়িত্ব হচ্ছে গ্রাহকদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা। আলোচনা শেষে কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
সভা শেষে উপস্থিত সবাই বীমা সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।