ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতনের প্রচারণা


আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ১৯:৫৬:৩০
মাদারগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতনের প্রচারণা মাদারগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতনের প্রচারণা

 
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : ১০ মে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতন। শনিবার (৩ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শহর বিএনপির ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এবং সদস্য বেলাল হোসেন। গণসংযোগ ও প্রচারণায় সর্বত্র উৎসবের আবহ বিরাজ করছে মাদারগঞ্জে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকরাও গণসংযোগ। অন্যদিকে প্রচারণায় মিজানুর রহমান রতনের সমর্থকদের উৎসাহের কমতি নেই।


জানা যায়,  ১৯৮৯ সালে সিধুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন। এরপর মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং জামালপুর জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হয়ে ছাত্রদলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ছাত্র রাজনীতি শেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হন এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে তিনি সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দুই দফায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি জামালপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে প্রায় অর্ধশতাধিক মামলা মাথায় নিয়ে দলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন মিজানুর রহমান রতন। এ ছাড়াও কারাগারে হাজতবাসও করেছেন একাধিকবার।  


ভোটাররা তাদের ভোট দিয়ে বিজয়ী করবে বলে জানিয়ে মিজানুর রহমান রতন জানান, বিগত দিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপিকে জামালপুর জেলার একটি আধুনিক সংগঠনে পরিণত করতে চাই। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অনেকেই আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি নিজেও বিশ্বাস করেন, ১৯৮৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূল এবং নীতিনির্ধারকরা ব্যালটের মাধ্যমে তাঁকে বিজয়ী করবেন।


তিনি আরো বলেন, ভোটারদের কাছে আমি অতীত কর্মকাণ্ডের ভিত্তিতে ভোট প্রার্থনা করছি এবং আশাবাদী, তাঁরা আমাকে জয়ী করবেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ