ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

০৭ মে থেকেই শুরু হতে যাচ্ছে কুবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা


আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ১৮:২৪:০০
০৭ মে থেকেই শুরু হতে যাচ্ছে কুবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ০৭ মে থেকেই শুরু হতে যাচ্ছে কুবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

 

কুবি প্রতিনিধি:

পূর্বে নির্ধারিত তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’।

 

শনিবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পূর্বে উল্লিখিত তারিখ ও সময় অনুসারে অনুষ্ঠিত হবে। খেলাগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়সূচি অনুসারে প্রতিযোগিতা পরিচালিত হবে।

মনিরুল আলম বলেন, 'খেলা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সবার সহযোগিতা কামনা করছি।'

 

ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ' আমাদের সবাই একটি দায়িত্বশীল আচরণ করতে হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করবো গতবারের থেকেও ভালো খেলা উপহার দিতে। আমাকেও বলেছে বড় একটি দায়িত্ব নেওয়ার জন্য।

উল্লেখ্য, গত ০১ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ