ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বীন বিজয়ী করতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে -মোহাম্মদ আব্দুর রব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ০৯:৩৬:৩৯
দ্বীন বিজয়ী করতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে -মোহাম্মদ আব্দুর রব। দ্বীন বিজয়ী করতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে -মোহাম্মদ আব্দুর রব।
 

 

নিজস্ব প্রতিবেদক

পতিত ফ্যাসীবাদী সরকারের আমলে জামায়াত সকল প্রকার জুলুম-নির্যাতন উপেক্ষা করে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের মাধ্যমে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব।

তিনি আজ উত্তরা পূর্ব জোন জামায়াত আয়োজিত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জোন পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং টিম সদস্য মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উত্তরা পশ্চিম জোনের সরকারি পরিচালক মাহবুবুর রহমান মুকুল, জোন টিম সদস্য মোহামাদ আলী এবং উত্তরা পূর্ব জোনের সকল থানা আমীর এবং সেক্রেটারিবৃন্দ। শিক্ষা শিবিরে দারসুল হাদিস পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.মাওলানা কামরুল হাসান শাহিন।

মোহাম্মদ আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিলো না; এখনও নয় বরং এ আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন।নবী-রাসূলগণও এ নির্মম বাস্তবতা থেকে রেহাই পাননি। সে ধারাবাহিকতা থেকে বিশ্ব নবী (সা.) ও রেহাই পাননি বরং কাফিরদের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ জন্মভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করতে হয়েছিলো। কোন নির্মমতায় তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। আমাদের নেতারাও একই কারণে ফ্যাসীবাদী ও স্বৈরাচারি অপশক্তির জিঘাংসা ও প্রতিহিংসার শিকার হয়েছে। কিন্তু তারা অন্যায় ও অসত্যের কাছে কোনভাবেই অপোষ করেন নি বরং তারা হাসিমুখে ফাঁসির রশিকে বরণ করে নিয়েছে। তাই শহীদদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, ইসলামী বিশৃঙ্খভাবে জীবন যাপনের কোন সুযোগ নেই বরং প্রত্যেক মুসলমানের জীবন হবে ওহীর বিধানের অধীনে সুনিয়ন্ত্রিত। তাই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদেরকে শপথবদ্ধ হতে হবে। আর এপথে জানমালের কোরবানী করা মোমিন জীবনের প্রকৃত স্বার্থকতা। কারণ, দ্বীনও হচ্ছে আমাদের জীবনাদর্শ। তাই দুনিয়ার সকল বাধা- প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আমাদেরকে দ্বীনের পথে অবিচল থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে ইসলামের দাওয়াত। তাহলেই দ্বীনের বিজয় অনিবার্য হয়ে ওঠেবে।

নাখালপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ
তেজগাঁও উত্তর থানা জামায়াতের উদ্যোগে নাখালপাড়া এলাকায় এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। এতে সভাপতিত্ব করেন থানা আমীর ও ২৫নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আহসান উল্লাহ্।

মোহাম্মদপুরে সেলাই মেশিন বিতরণ
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোহাম্মদপুর দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় বিত্তহীনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। থানা আমীর সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা -১৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর বিশিষ্ট শিল্পপতি আবু নাঈম, সেক্রেটারী মাইনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক বেলাল হোসেন, অফিস সম্পাদক মনিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।

কুনিপাড়ায় মতবিনিময় সভা
শিল্পাঞ্চল থানা জামায়াতের উদ্যোগে কুনিপাড়ার হ্যাপি হোমস্ এলাকায় জুমার নামাজের পর স্থানীয় লোকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। থানা আমীর ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ কলিমুল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী থানা নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন,সেক্রেটারি নুর উদ্দিন জাহিদ প্রমুখ।

উত্তরায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার ১০ সেক্টর উত্তরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলে ঢাকা-১৮ আসনের জামায়াত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হক। উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, সেক্রেটারি বদিউজ্জামান বকুল, প্রচার ও মিডিয়া সম্পাদক রাজিবুল হাসান নাঈম, ১০ নং সেক্টর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত নেতারওশন জিলানী রনি, হাসান আল বান্না, সাইফুল ইসলাম মোল্লা, রাজু হোসেন, তারেক রহমান, মাওলানা মোস্তফা, জাহিদ হোসেন, মুশফিকুর রহিম, আব্দুল আলিম ও মামুন প্রমূখ।

 

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ