ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া বিএনপি শীর্ষ ৭ নেতৃবৃন্দের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়।


আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ০৭:৩৫:০৭
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া বিএনপি শীর্ষ ৭ নেতৃবৃন্দের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া বিএনপি শীর্ষ ৭ নেতৃবৃন্দের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়।

 

 
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নলিখিত উল্লাপাড়া উপজেলা বিএনপি ৭ শীর্ষ নেতৃবৃন্দের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়।
যাদের পদ স্থগিত করা হল তারা হলো:
 
১। মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি, উল্লাপাড়া পৌর বিএনপি।
 
২। হেলাল সরকার, সাবেক যুগ্ম আহবায়ক, উল্লাপাড়া উপজেলা বিএনপি।
 
৩। আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য, উল্লাপাড়া পৌর বিএনপি।
 
৪। মোঃ মুকুল হোসেন, সাবেক সদস্য সচিব, উল্লাপাড়া পৌর বিএনপি।
 
৫। হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপি।
 
৬। সাখাওয়াত হোসেন সাবু, সাবেক যুগ্ম আহবায়ক, বড়হর ইউনিয়ন বিএনপি।
 
৭। মিজানুর রহমান বাবু, সাবেক সদস্য, উল্লাপাড়া উপজেলা বিএনপি।
 
এছাড়া উপরোক্ত অভিযোগে নিম্নলিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণের জন্য জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলকে নির্দেশনা প্রদান করা হলোঃ--
 
১। মোঃ আবু হাসান অভি, আহবায়ক, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
 
২। মোঃ খোকন, সাবেক সভাপতি, উল্লাপাড়া পৌর ছাত্রদল।
 
৩। মোঃ শাহ জালাল, যুগ্ম আহবায়ক, উল্লাপাড়া উপজেলা ছাত্রদল।
 
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই স্বীদ্ধান্ত অনুমোদন করেছেন।এবং অনুলিপি পাঠানো হয়
 
১। মিজা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
 
২। ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য, বিএনপি জাতীয় স্হায়ী কমিটি।
 
৩। এ্যাড. শাহিন শওকত, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ)।
 
৪। আমীরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ) ও আহবায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি, সিরাজগঞ্জ জেলা।
 
৫। ওবায়দুর রহমান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ)।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ