গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন- সহ গ্রেফতার মাদক কারবারী ফারুক
আপডেট সময় :
২০২৫-০৫-০১ ০০:০১:২২
গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন- সহ গ্রেফতার মাদক কারবারী ফারুক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন-সহ মোঃ ফারুক আলী (৪০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামের পদ্মা নদীর ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ ফারুক আলী (৪০), সে আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দেবীনগর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, সুলতানগঞ্জ ঘাটে একজন ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন-সহ ফারুক আলীকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স।
উদ্ধারকৃত হেরোইনের অনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স