উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৪-২৮ ২২:২৯:২৮
উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং, মাদক ও ড্রেজার বন্ধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। চুরি, ছিনতাই, মাদক ও যানজট নিয়ন্ত্রণে সোচ্চার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও অলিগলিতে জলাব্ধতা রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার কথা জানান, উপজেলা প্রশাসন। এছাড়া ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা সড়কটি দ্রুত সংস্কার এবং উপজেলার বিভিন্ন ভাঙ্গাচুরা সড়ক গুলো মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান বক্তরা। ইফটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল ২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ব্রাহ্মণপাড়া উপজেলার মেডিকেল অফিসার (ইউনানী) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, দুলালপুর ইউপি চেয়ারম্যন আনিসুর রহমান রিপন ভূইয়া, ভগবান সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার, শশীদল বিওপি, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স