শিবচরে অবৈধ ট্রাক চলাচলে বেহাল দশা সড়কের।
আপডেট সময় :
২০২৫-০৪-২৮ ২১:৩৯:০৩
শিবচরে অবৈধ ট্রাক চলাচলে বেহাল দশা সড়কের।
শিবচর মাদারিপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকার আমজাদ হোসেন খান সেতুর সড়ক বেশ কিছুদিন আগে সংস্কার হলে তা খুব শিঘ্রই ভেঙ্গে গেছে, গত বছরের শেষ দিকে রাস্তা সংস্কার এর কাজ হলে এবছরই সড়কের বেহাল দশা।
স্থানীয় জনগনের কাছ থেকে জানা যায়, অতিরিক্ত মাটির গাড়ি চলাচলের কারনে মজবুত হওয়ার আগেই রাস্তা ভেঙ্গে গেছে। প্রতিদিন শতাধিক যানচলাচলের কারনে হুমকির মুখে সড়ক মুখী লোকজন। বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে এ অবৈধ ট্রাক দিয়ে মাটির ব্যবসা করছে শিবচরের কতিপয় কিছু ক্ষমতাধর নেতাকর্মীরা। এতে করে যেমন কৃষি জমির সংকটে পরবে এবং রাস্তা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে।
এ বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞেস করলে তারা বলেন, সাধারন একটি গ্ৰামের সড়কে এভাবে যদি গাড়ি চলাচল করে তাহলে আমাদের অনেক সমস্যা হয়, এছাড়াও আমাদের ছোট ছোট বাচ্চারা আছে ওরা রাস্তায় আসতে খুব ভয় হয়, কারন প্রতিটি ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালায়। আমরা এর থেকে পরিত্রাণ চাই, প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিভিন্ন নেতাকর্মীদের অনুরোধ করছি খুব শীঘ্রই এসব ট্রাক গ্ৰামের সড়কে চলতে না দেওয়ার জন্য।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স