ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে র‍্যাব সদস্যের বাড়িতে হামলা, দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট


আপডেট সময় : ২০২৫-০৪-২৮ ২১:৩১:৪৮
পঞ্চগড়ে র‍্যাব সদস্যের বাড়িতে হামলা, দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট পঞ্চগড়ে র‍্যাব সদস্যের বাড়িতে হামলা, দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট




মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার : পঞ্চগড়ে র‍্যাব সদস্য প্রফুল্ল রায় ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-৩০)।


মামলা সূত্রে জানা যায়, ওইদিন সকালবেলা হামিদুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমেশ চন্দ্র রায়ের বাড়িতে হামলা চালায়। তারা দা, হাসুয়া, রড, সাবল, কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে বাড়ির আঙিনায় ঢুকে ভাঙচুর ও মারধর করে। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। হামলাকারীরা ঘর থেকে দুই লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।


স্থানীয়রা জানিয়েছেন, হামিদুল ইসলাম ও রমেশ চন্দ্র রায় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
ভুক্তভোগী রমেশ চন্দ্র রায় বলেন, "ওরা পরিকল্পিতভাবে আমাদের মেরে ফেলার জন্যই হামলা চালিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"


র‍্যাব সদস্য প্রফুল্ল রায় জানান, "২৪ এপ্রিল ছুটিতে বাড়ি এসেছিলাম। ৪০ বিজিবিতে যোগদানের প্রস্তুতি চলছিল। কিন্তু ছুটির দ্বিতীয় দিনই আমাকে টার্গেট করে হামলা চালানো হয়। আমি ন্যায়বিচার দাবি করছি।"


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহিল জামান বলেন, "জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগে দুটি মামলা হয়েছিল। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।"





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ