ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয় হাসপাতালের সম্মূখের রাস্তা॥


আপডেট সময় : ২০২৫-০৪-২৮ ১৮:৩৮:৫৬
জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয় হাসপাতালের সম্মূখের রাস্তা॥ জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয় হাসপাতালের সম্মূখের রাস্তা॥
 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের পার্শ্বে রয়েছে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল থেকে বেরিয়েই জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় রোগী এবং তার সাথে থাকা লোকজনকে। ইতি পূর্বে হাসপাতালের গেটের সামনে সড়ক দূর্ঘটনায় অনেকে আহত ও নিহত হয়েছেন।

প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা শতশত রোগীদের কে এভাবে রাস্তা পারাপার হতে হয়। আর দিনাজপুর থেকে ছেড়ে আসা এবং ফুলবাড়ী থেকে দিনাজপুর দ্রুতগামী যানবাহনগুলো সবসময় ছুটে চলছে। এরই মধ্যে দূর্ঘটনা ঘটে যায়।

ইতিপূর্বে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছিল এখানে একটি স্প্রিট বেকার দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত এখানে কোন স্প্রিট বেকার দেওয়া হয় নি। এ ব্যপারে ফুলবাড়ীর সুধিজন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ