ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-০৪-২৮ ১৪:৫৮:১১
গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম উদ্বোধন গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম উদ্বোধন





গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।



উপজেলা খাদ্যগুদামসূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার কৃষকের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৮ হাজার ৮শত ৩৩ মেট্রিক টন ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩শত ৯২ টন। ধান চাল সংগ্রহ অভিযান ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে, তা চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।



ধান-চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ রুবাইদুর রহমান রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা খাতুন, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, মেজর হাসকিন অটো রাইস মিল মালিক সমিতির সহ-সভাপতি মাহবুব আলম ফারুক, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সদস্য দেলোয়ার হোসেন দুলাল, আঞ্জুমান আরা চৌধুরী, শামীম খান, সালাহ উদ্দিন আহমেদ উজ্জ্বল, পাপন বসাক, মোঃ তরিকুল ইসলাম, মেজবাহ উদ্দিন আহমেদ সুজন, মোঃ আশরাফুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবীর হীরা প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ