ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ায় আবাসিক সুবিধা নিশ্চিত করতে শুরু হলো নতুন বছরের সিট বরাদ্দের আবেদন প্রক্রিয়া"


আপডেট সময় : ২০২৫-০৪-২৮ ০১:৫১:১৩
ঢাকা আলিয়ায় আবাসিক সুবিধা নিশ্চিত করতে শুরু হলো নতুন বছরের সিট বরাদ্দের আবেদন প্রক্রিয়া" ঢাকা আলিয়ায় আবাসিক সুবিধা নিশ্চিত করতে শুরু হলো নতুন বছরের সিট বরাদ্দের আবেদন প্রক্রিয়া"
 

 

 

ঢাকা আলিয়া প্রতিনিধি,
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে (হল) সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্স , ফাজিল (পাস ও সম্মান) এবং কামিল শ্রেণির বৈধ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফর্মের লিঙ্ক: https://forms.gle/RJDuutgGGJNSBNaY6। বিকাশ নম্বর: ০১৬৮৬-৯৬৩৭১০।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অনিয়মিত বা প্রাইভেট শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ প্রদান করা হবে না।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে:

১। পাসপোর্ট সাইজের ১ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।
২। পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। মাদ্রাসায় ভর্তি রশিদের ফটোকপি।
৪। গুগল ফর্ম নিবন্ধনের পর বিকাশে ফি পরিশোধের রশিদের ফটোকপি।
৫। মাদ্রাসার আইডি কার্ডের ফটোকপি।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং সাক্ষাৎকারের সময় সকল মূল কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক।

এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবির এবং হল সুপার মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ