হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে শর্তুতার জের ধরে প্রতি পক্ষের লোকজনের হামলার আহত হয়েছে,
প্রায় ৫জন গুরুতর আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল ফুল মিয়া (৬৫), সুমন মিয়া (৩৫), সুজন মিয়া (৩০), বদরুল আলম সাজু (২৫), মার্জিয়া আক্তার (১০) গত শনিবার সকাল অনুমান ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
এদিকে, হাসপাতালে ভর্তি কৃত আহত সুজন মিয়া ও বদরুল আলম সাজু এর অবস্থা বুঝে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে ভর্তি কৃত আহত ব্যক্তিরা জানায় পূর্ব শর্তুতার জের ধরে একই গ্রামের আব্দুল ছালাম, আফজল মিয়া মানিক মিয়া সহ ৭/৮ জনের একদল লোক তাদের কে হামলা ও মারধর করে আহত করে।
এসময় তাদের সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে।