গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ
গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনার অপরাধে থানায় অভিযোগ করেছেন অসহায় দিন মজুর সবুজ হাওলাদার ২৪।
ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কান্ডপাশা গ্রামের অসহায় দিনমজুর আনিচ হাওলাদারের পুত্র সবুজে এর বেলায়।
তিনি (সবুজ) কৃষি কাজ ও ছাগল পালনের মধ্য দিয়ে কোন ভাবে আয় বানিজ্য করে সংসার পরিচালনা করে আসছেন।
২৭ এপ্রিল (রবিবার) তার প্রতিপক্ষ একই গ্রমের মৃত আইয়ুব আলী কাজীর পুত্র ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ আবু কাজী- ৫০ এর বাড়ির সন্নিকটে তার (আবু) পাট খেতের পাশে ছাগলটিকে ঘাঁস খাওয়ানোর উদ্দেশ্য বেঁধে রাখেন সবুজ। অনেক খোঁজা খুজির পর ছাগলটিকে আবুর পাট খেতের পাশে বট গাছের সাথে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পেয়ে ডাকচিৎকার করেন ছাগল মালিক সবুজ হাওলাদার ও তার পরিবারের লোকজন।
ডাকচিৎকার শুনে পাট খেতের মালিক কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজী এসে ছাগল মালিক সবুজ ও তার পরিবারের লোকজনের সাথে তর্কে জরিয়ে পরে বলেন, পাট খেয়েছে তাই মেরেছি তোরা যা করতে পার করিস এমন হুমকি দিয়ে স্হান ত্যাগ করেন আবু কাজী। এমনটি জানিয়েছেন ছাগল মালিক দিন মজুর অসহায় সবুজ ও তার পরিবারের লোকজন।
এ বিষয় ছাগল মালিক সবুজ ২৭ এপ্রিল রবিবার সন্ধ্যায় কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজীকে দায়ী করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স