টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন
আপডেট সময় :
২০২৫-০৪-২৭ ১৬:০১:২৪
টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা পারভেজের হাতে চাচা ফজলুল হক (৫৫) খুন হয়েছেন। নিহত ফজলুল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল হকের সঙ্গে ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ফজলুল হক, স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স