ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ।


আপডেট সময় : ২০২৫-০৪-২৭ ১৫:৪৬:২৯
হিজলায় লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ। হিজলায় লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ।





হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার  মেঘনার শাখা নদী সংলগ্ন বাউসিয়া গ্রামের লাল বয়া নামক স্থানে ঢাকা থেকে বরিশাল গামী লঞ্চের ধাক্কায় সোমবার রাত ৩ টায় একটি জেলে টলার ডুবে যায়। রিহাব হাওলাদার নামে একজন জেলে নিখোঁজ রয়েছে।



জানা যায়, মেঘনা নদীতে এখন দুই মাস ব্যাপী অভয়াশ্রম অভিযান চলছে, রাতে মাছ শিকারের জন্য জেলে মাসুদ রাঢ়ী (২৮) ও রিহাব হাওলাদার (১৮) নদীতে গিয়েছিল। 


ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ রাঢ়ী জানান, আনুমানিক রাত তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে ঢাকা থেকে বরিশাল গামী একটি লঞ্চ আমাদের জেলে নৌকার উপর উঠিয়ে দেয়। আমি সাঁতার কেটে পার্শ্ববর্তী বাবুগঞ্জ ঘাটে গিয়ে উঠি। কিন্তু আমার সাথে থাকা রিহাব হাওলাদার কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


পরের দিন সকাল থেকে নিখোঁজ জেলে রিহাব হাওলাদার খোঁজে স্থানীয় এলাকাবাসী ও জেলেরা নদীতে সন্ধান চালান, সাথে যোগ দেন উপজেলা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের একটি চৌকস দল।


দুপুর ২ টা পর্যন্ত খোঁজ করেও রিহাবের সন্ধান মেলেনি। এলাকাবাসীর উদ্যোগে নদীতে মাইকিং চলমান রয়েছে।


নিখোঁজ রিহাব হাওলাদার স্থানীয় বাউশিয়া গ্রামের হত দরিদ্র জেলে শহীদ হাওলাদার ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা শোকসন্তপ্ত পরিবারটি। স্থানীয় প্রশাসন কাছে তাদের আকুল আবেদন তাদের ছেলেকে যেনো খুঁজে দেওয়া হয়, শেষ বারের মতো ছেলের মুখ দেখতে পারে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ