ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল থেকে ভারতীয় পণ্য

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৪-২৬ ২৩:৫০:২৪
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল থেকে ভারতীয় পণ্য যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল থেকে ভারতীয় পণ্য




‎কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ‎
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কিটনাশক, ঔষধ, জাদু মলম, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।


‎শনিবার ২৬ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আমড়াখালী চেকপোষ্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কিটনাশক, ঔষধ, জাদু মলম, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ১,৯৫,৫০০/-(এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত) টাকা।


‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ