রংপুরের পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহানামীয় আসামী গ্রেফতার।
রংপুরের পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহানামীয় আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন এলাকা থেকে রংপুরের পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহানামীয় আসামী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী জানা যায় যে, আসামী মোঃ শিমুল মিয়া (২৭), ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেম, ভালবাসাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। আসামীর প্রস্তাবে ভিকটিম রাজি না হলে আসামী ভিকটিম ও তার পরিবারকে বড় ধরনের ক্ষতির হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় গত ০৪ এপ্রিল, ২০২৫ তারিখ সময় অনুমান সকাল ১০.৩০ ঘটিকায় আসামী পীরগঞ্জ থানাধীন গৌরিশ্বেরপুর বাজার হতে ভিকটিমকে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখ ০৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ।
উক্ত, ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা ক্যাম্পের নজরে আসলে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকায় নিশ্চিত হয়। তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০.৪০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এর আভিযানিক যৌথদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ শিমুল মিয়া (২৭), পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-পীরগঞ্জ থানা পাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর’কে ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স