মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ গ্রামে শুক্রবার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাব্বি ওই গ্রামের মো. মনু হাওলাদারের ছেলে। সে উপজেলার নূরুন-আলা-নূর মাদ্রাসা থেকে চলমান দাখিল পরীক্ষা দিচ্ছিল।
আহত রাব্বির পিতা মো. মনু হাওলাদার জানান, একই গ্রামের মো. কালাই জমাদ্দারের ছেলে মো. হাসান (১৭) এবং মো. ছোমেদ জমাদ্দারের ছেলে মো. রানা (১৮) শুক্রবার সন্ধার পর তাদের বাড়ির সামনে বসে মাদক দ্রব্য সেবন করলে তার ছেলে রাব্বি বাড়ির সামনে বসে মাদক সেবন করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর হাসান ও রানা ধাড়ালো ছুরি দিয়ে রাব্বির মাথা, ঘার, হাত ও পেট কুপিয়ে রক্তাত্ব জখম করে। আহত রাব্বিকে ওই রাতেই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মনু হাওলাদার জানান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনা শুনেছেন, ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ
পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।