সিলেটের দক্ষিণ সুরমায় জামায়াতের গণসংযোগ পক্ষ ও পথসভা অনুষ্ঠিত
সিলেটের দক্ষিণ সুরমায় জামায়াতের গণসংযোগ পক্ষ ও পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
এদেশের মাটির গভীর ইসলামের শিকড় রয়েছে, আগামীতে ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে- জাহেদুর রহমান চৌধুরি কেন্দ্র ঘোষিত ্য়ঁড়ঃ;১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল গণসংযোগ পক্ষ” কর্মসূচি উপলক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানার ২৭ নং ওয়ার্ড শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ওয়ার্ডের হবিনন্দী-কুশিঘাট এলাকা থেকে শুরু হয়ে গণসংযোগটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে শেষ হয়।
২৭ নং ওয়ার্ড সভাপতি এডভোকেট নাজমুল হূদার সভাপতিত্বে সেক্রেটারি সাকিব ইসলাম জায়েদের সঞ্চালনায় গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ এখনো তার সকল অধিকার বুঝে পায়নি। এদেশের মানুষ ইসলাম প্রিয়, যারাই ক্ষমতার ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে তারা সাময়িক লাভবান হলেও জনরোষে তাদেরকে পরাজিত হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকেও বিতাড়িত হতে হয়েছে। এদেশের মাটির গভীর ইসলামের শিকড় রয়েছে, তাই আগামীতে ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে। পৃথিবীর কোন বিপ্লবের সফলতা ত্যাগ ব্যতীত সম্ভব হয়নি, ত্যাগ স্বীকার ব্যতীত ইসলামী বিপ্লব সম্ভব নয়, সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ভোগ-বিলাস, আরাম- আয়েশকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান বলেন, প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব। ২৭ নং ওয়ার্ড হচ্ছে নগরীতে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক ও প্রশাসনিক অঞ্চল। প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই ওয়ার্ড। আমরা আপনাদের আশ্বস্ত করছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে দাঁড়াবে সবসময়, আপনাদেরকে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে।
উক্ত গণসংযোগ পক্ষ কর্মসূচীতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার, ৪০ নং ওয়ার্ড সভাপতি কয়েস উদ্দিন কুটি, ২৭ নং ওয়ার্ড এসিস্ট্যান্ট সেক্রেটারি সালাউর রহমান খান সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি রফিকুল ইসলাম লিংকন, ২৭ নং ওয়ার্ড সভাপতি সুমন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ সুরমা থানা (পূর্ব) সভাপতি মওদুদুর রহমান নাদিম, থানা সেক্রেটারি আহমেদ আরিফ আনজুম, ২৭ নং ওয়ার্ড সভাপতি রাহাত খান, বিশিষ্ট শালিশী ব্যাক্তিত্ব মনসুর খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৭ নং ওয়ার্ড কমিটির সদস্য মুহিবুর রহমান, কামাল আহমদ, লিমন আহমদ, ফয়েজ উদ্দিন বাবর, লায়েছ আহমদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্ধ।
গণসংযোগ পক্ষ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। কর্মসূচিতে সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী- দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স