ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-২৬ ১৪:৩৮:০২
ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন




মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিয়জনের কবর রক্ষারসহ  ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয় ১০ গ্রামের মানুষের অংশগ্রহনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।


গত (২৬  এপ্রিল) শনিবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে থানা ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মো.হামিদুল হক, পৌর বিএনপির সহ সভাপতি মন্তজ আলী চৌধুরী, পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের  সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.হারুন উর রশীদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আাহবায়ক এম্এ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ, মিল ব্যসবায়ী সাত্তার মন্ডল, শ্রমিক নেতা ফকির আলী, অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বাপ,দাদাসহ প্রিয়জনেরর কবর গুলো কানাহার পুুকুরের পানির ঢেউয়ে ভেঙ্গে ভেঙ্গে বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। তাই অতিদ্রুত কানাহার পুকুরে গাইডওয়াল দিয়ে কানাহার কবরস্থানে থাকা প্রিয়জনের কবর গুলো রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।


উল্লেখ্য: মানববন্ধনে বক্তারা বলেন, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহল ও সেই পুকুরের পাড় ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পুকুরের পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুরে গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এ্ই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ