হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণিল আয়োজনে মারমাদের সাংগ্রাই পোয়ে বা জলকেলি উৎসব পালন করা হয়েছে। জল ছিটিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মার্মা সম্প্রদায়।
নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে মারমাদের এ জল উৎসবে যোগ দেন পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের শত শত মানুষ। এতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে।
শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে ফিতা কেটে সাংগ্রাই পোয়ে উৎসবের উদ্বোধন করেন, বান্দর বান জেলা পরিষদ সদস্য এডভোকেট মাধবী মারমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ।
এরপর মারমা তরুণ-তরুণীরা মেতে উঠেন জল ছিটানো উৎসবে। বেজে উঠে সাংগ্রাইয়েরে জনপ্রিয় গান ‘সাংগ্রাঁইং গানটির সুরে নাচে গানে মেঠে উঠেন মারমা তরুণ-তরুণীরা।
সাংগ্রাই পোয়ে জল উৎসবে অতিথি উপজেলা জামায়াতের সংগ্রামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী বলেন, ‘মারমাদের এ উৎসব দেশের সংস্কৃতিকে উজ্জল করেছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের বৈচিত্রপূর্ণ সংস্কৃতির খুঁজে পাওয়া যায়। এ উৎসব এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এ দিনটির জন্য পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ অপেক্ষায় থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মেসেজ দিতে চায় সকলে মিলেমিশে সম্প্রদায়ি সম্প্রীতি আবদ্ধ বন্ধনে বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত চোর মুক্ত সমাজকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চান
এ সাংগ্রাই পোয়ে জল উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাছের, নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ শহীদ উল্লা মজুমদার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ওসি (তদন্ত) আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোংপানি, সহ-সভাপতি উফচা মার্মা, নাইক্ষ্যংছড়ি ছালেহ উচ্চ বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক বাদল ঘোষ রায়, চানুঅং চাক, অনুষ্ঠানের প্রধান আলোচক বান্দরবান জেলা পরিষদ সদস্য মাধবী মারমা। বিশেষ অতিথি হিসবে আর ও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পরিচালক উছাইমং মারমা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ নাইক্ষ্যংছড়ি কর্মরত সাংবাদিক হেলাল উদ্দীন (মিঞাজী) সহ নাইক্ষ্যংছড়ি উপজেলা নেতৃবৃন্দ।