ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-২৬ ০০:০৮:১৮
ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

 
ফেনী প্রতিনিধি : ফেনীতে মাদককারবারিকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও মামলার বাদী আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
 
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
 
 
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের বলেন, “অপরাধ স্বীকার করার পরেও সাংবাদিককে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহার এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
 
 
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, “ফেনীতে এর আগেও সাংবাদিকদের বিরুদ্ধে হামলা ও মামলা হয়েছে। এবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এক মাদককারবারি সাংবাদিককে হয়রানির চেষ্টা করছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”
 
 
তিনি আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার করতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
 
 
সমাবেশ পরিচালনা করেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম। আরও বক্তব্য রাখেন—দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আব্দুর রহিম, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জসিম মাহমুদ, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক মতপ্রকাশ ফেনী জেলা প্রতিনিধি
 

মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, এবি পার্টির নেতা শাহ আলম বাদলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
 
এর আগে, বুধবার ইউপি সদস্য রহিম উল্ল্যাহ ‘ঢাকা পোস্ট’-এর জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।
 
 
মামলার এজাহারে একাধিক ভুল তথ্য পাওয়া গেছে। যেমন, দৈনিক ফেনীর সম্পাদকের নাম ভুলভাবে ‘আরিফুর রহমান’ উল্লেখ করা হয়েছে, অথচ তার সঠিক নাম ‘আরিফুল আমিন রিজভী’। আরও কয়েকজনের নাম ও পদবিও ভুলভাবে উল্লেখ করা হয়েছে।
 
 
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ‘ঢাকা পোস্ট’ ও স্থানীয় পত্রিকা ‘দৈনিক ফেনী’। এতে রহিম উল্ল্যাহর মাদক ও চোরাচালানের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে, যা প্রকাশের পরই মিথ্যা মামলা দায়ের করা হয় বলে দাবি সাংবাদিকদের।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ