ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০৪-২৫ ২৩:৫০:৫৬
নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু




 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। 
 

অপরজন মোহাম্মদ হোসেনের ছোট ভাই মোঃ ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩) সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
 

নিহতের পিতা মোহাম্মদ হোসেন ও মোঃ ইউনুচ জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের মেয়ে ও বাধের পানিতে গোসল করতে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খালের পানি গভীর হওয়ায় তারা তলিয়ে যায়।
 

শুক্রবার ২৫ এপ্রিল  সকাল সাড়ে ১০টার দিকে ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক ঘটনা ঘটে।
 
 এ সময় অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন। 
 

এদিকে, এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন এবং এ ঘটনায় পরিবার দ্বয় এর পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি বলে জানালেন পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন। 
 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কয়েকজন ছেলে মেয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনি পানির গভীরতায় পড়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে  হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
 
 
দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম পরিবারে চলছে বিলাপ ধরে কান্না।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ