ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-২৫ ২২:০৭:৫৯
খানসামায় মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন খানসামায় মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

 

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পাকেরহাট শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠকমেলা। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


দৈনিক নবচেতনা পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি মো. আজিজার রহমানের সঞ্চালনায় ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খানসামা প্রেসক্লাবের  সভাপতি মোজাফফর হোসেন, খানসামা সাংবাদিক ফোরাম আহব্বায়ক ও কালবেলা প্রতিনিধি মাসুদ রানা, আজকের পত্রিকার প্রতিনিধি এস এম রকি, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সুজন শেখ, খেলা কাগজের প্রতিনিধি ফারুক আহম্মেদ, সংবাদকর্মী শরিফুল ইসলাম সোহাগ, উজ্জ্বল রায়, নাহিদুল ইসলাম সাজু ও পাঠকমেলার সদস্য সেকেন্দার আলী, আনিসুর রহমানসহ প্রমুখ।


বক্তারা  বলেন, ‘চোরের মায়ের ডাংগর গলা। গত ১৬ বছরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। যার সত্যতা ভিত্তিতে যখন আমার দেশে সংবাদ প্রকাশিত হলো তখন


মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা, হয়রানি মূলক মামলা করেছেন। এই মামলা সাংবাদিকতার স্বাধীনতা হরণের স্পষ্ট প্রয়াস। মাহমুদুর রহমান এবং তার সহকর্মীরা দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে যাচ্ছেন, যা অনেকের গাত্রদাহের কারণ হয়েছে।’


তারা আরও বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা দেশের মুক্ত গণতন্ত্রের ওপর আঘাত। আমরা এ ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই।’


বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খ্যাতিমান সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে জাতীয় স্বার্থে লেখালেখি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা উচিত। অন্যথায় গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে।


বক্তারা বলেন, "মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবারও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা চালাচ্ছে দুর্নীতিবাজ চক্র। সত্য প্রকাশ করায় তাকে মামলায় জড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে।” মানববন্ধন থেকে তারা মামলার দ্রুত প্রত্যাহার এবং মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিক হয়রানির অভিযোগে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে আইনের আওতায় আনার দাবি জানান।


বক্তারা আরও জানান, "সাংবাদিকতা কোনো অপরাধ নয়। সত্য প্রকাশের অপরাধে কাউকে হয়রানি করা গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।” সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।






 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ