ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক নিয়মের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৪-২৫ ১৫:২৪:১৩
কুড়িগ্রামের উলিপুরে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক নিয়মের অভিযোগ কুড়িগ্রামের উলিপুরে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক নিয়মের অভিযোগ

 
 
 
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।


এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, রামদাস ধনিরাম সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিমের বিরুদ্ধে।
 

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রামদাস ধনিরাম সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা হিসাবে সহকারী শিক্ষক পদে আব্দুল হাকিম যোগদান করেন। পরবর্তীতে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বিদ্যালয়ের পাশে তার বাড়ি হওয়ায় সঠিক সময়ে উপস্থিত না হয়ে ইচ্ছামত এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। তিনি বিদ্যালয়ের কার্যক্রমে অনিয়ম ও অসহযোগিতা করছেন। এ কারনে বিদ্যালয়ের কোমলমতী ক্ষুদে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।
 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক আব্দুল হাকিম ও তার পরিবারের লোকজন বিদ্যালয়ের গাইড ওয়াল নির্মানের সময় অযৌতিক ভাবে বাঁধা প্রদান করে। পুকুর ভরাট করে গাইড ওয়াল নির্মানের জন্য এলাকাবাসী প্রধান শিক্ষকর  অনুমতি নিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা করতে গেলে ওই সহকারী শিক্ষক ও তার পরিবারের লোকজন স্থানীয় আব্দুল করিম নামে এক যুবককে মারধর করে হাত ভেঙ্গে দেন। 
 

সহকারী শিক্ষকের এ ধরনের আচরনে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কথা বলতে গেলে সবাইকে হুমকি ধামকি দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে লিখিত অভিযোগ করেছেন।
 

স্থানীয় যুবক আব্দুল করিম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সুরক্ষার জন্য আমরা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে পুকুরের পানি নিস্কাসনের ব্যবস্থা করতে গেলে সহকারী শিক্ষক আব্দুল হাকিম ও তার পরিবারের লোকজন আমাকে মারধর করে বাম হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় মামলা করি।
 
 
আমি অদ্যবধি অসুস্থ অবস্থায় রয়েছি। বাড়ি সংলগ্ন বিদ্যালয় হওয়ায় ওই সহকারী শিক্ষক বিভিন্ন অনিয়ম করে আসছেন। এ ঘটনায় আমরা এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। ঘটনা তদন্ত করলে সত্যতা বেড়িয়ে আসবে।  
 

এ বিষয়ে রামদাস ধনিরাম সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
রামদাস ধনিরাম সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম জানান, সহকারী শিক্ষকের সাথে এলাকাবাসীর ঝামেলার কথা শুনেছি। আমার সাথে এ বিষয়ে কেউ কোনো কথা বলেনি বা অভিযোগ করেনি।
 

উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোগদার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা অভিযোগটি পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ