ব্রাহ্মণপাড়ায় চাঁদার দাবিতে মারধরের অভিযোগে মামলা
আপডেট সময় :
২০২৫-০৪-২৪ ২২:২৬:৫৯
ব্রাহ্মণপাড়ায় চাঁদার দাবিতে মারধরের অভিযোগে মামলা
মোঃ অপু খান চৌধুরী : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে ( সেনের বাজার) এক হারভেস্টার চালককে চাঁদার দাবিতে মারধর করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালতে একটি মামলা দায়ের করে হারভেস্টার চালক মো: হাসিবুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হারভেস্টার চালিয়ে শশীদল ইউনিয়নের সেনের বাজার রেললাইনের পাশে আসলে পূর্ব পরিকল্পিতভাবে দক্ষিণ শশীদল এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান, তার বড় ভাই মনির হোসেন, তার ভাই মোঃ আক্তার হোসেন, বেগমাবাদ গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ সোহাগ, দক্ষিণ শশীদল গ্রামের নায়েব আলীর ছেলে ইমন হোসেন, কুদ্দুস মিয়ার ছেলে মেহেদী হাসান, সালাম মাস্টারের ছেলে মোহাম্মদ ইমন, আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত জাকির হোসেনের ছেলে সোহাগ, মিলে হারভেস্টার চালক হাসিবুল ইসলামকে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যাগে থাকা ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়, এবং তাকে জোরপূর্বক মিজানের দোকানে তুলে নিয়ে আবারো মারধোর করে চাঁদা দাবি করে। পরে হাসিবুলের ডাক চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মামলার বাদী দক্ষিণ শশীদল গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ হাসিবুল ইসলাম জানান, হামলাকারীরা আমাদের পাশাপাশি এলাকার লোক, পূর্ব শত্রুতা জের ধরে আমাকে একা পেয়ে আমার কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকা এবং হারভেস্টার চালালে প্রতিমাসে তাদেরকে চাঁদা দিতে হবে না দিলে হুমকি-ধুমকি এবং ভয়বৃত্তি প্রদর্শন করে। পরে আমি আদালতে মামলা দায়ের করি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স