গৌরনদী নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা
আপডেট সময় :
২০২৫-০৪-২৪ ২২:০২:১২
গৌরনদী নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা
কে এম সোহেব জুয়েল ঃ (বরিশাল) প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের আহব্বায়ক ও মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক ও গৌরনদী প্রতিনিধি প্রতিদিন বাংলাদেশ সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহ্বায়ক ও দৈনিক সমকাল প্রতিনিধি মনির হোসেন, বরিশাল স্টাফ রিপোর্টার দৈনিক জনকণ্ঠ ও গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি খোকন আহমেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি হানিফ সরদার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি এস.এম জুলফিকার,
দৈনিক ভোরের কাগজ সঞ্জয় পাল, মানবজমিন প্রতিনিধি এস আলম, আজকের পত্রিকা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক খবর পত্র প্রতিনিধি মনিষ চন্দ্র বিশ্বাস, মতবাদ প্রতিনিধি আমিন মোল্লা, দৈনিক এশিয়া বাণী মোশারফ হোসেন, দৈনিক ঘোষণা ও দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি মোঃ শামীম মীর, দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আলী বাবু, দৈনিক আলোর সময় প্রতিনিধি বিএম বেলাল হোসেন, মাতৃভূমির খবর প্রতিনিধি পলাশ তালুকদার, দৈনিক কাল বেলা প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিনিধি সৈয়দ নকিবুল হক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আরিফিন রিয়াদ, ভোরের পাতা প্রতিনিধি জামিল মাহমুদ, দৈনিক সমাচার প্রতিনিধি আবু ছাইদ খন্দকার, দৈনিক দক্ষিণ বঙ্গ প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক বাংলাদেশ আলো প্রতিনিধি আনিচুর রহমান, জবাবদিহি প্রতিনিধি উত্তম দাস, আজকের বার্তা প্রতিনিধি মহসীন, যায় যায় বেলা প্রতিনিধি কে এম শোয়েব জুয়েল, তারুণ্যের বার্তা প্রতিনিধি এস এম মামুন,বিপ্লবী বাংলাদেশ প্রতিনিধি রাজিব খানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আস্বস্ত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স