মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লা কে গ্রেপ্তার করেছে র্যাব।
মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লা কে গ্রেপ্তার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর জেলার মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লা (৩৯)’কে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মানব পাচার চক্রের মূলহোতা মাদারীপুর সদর মডেল থানার মানব পাচার মামলার এজাহার নামীয় আসামি গোলাম মোল্লা (৩৯)’কে গতকাল ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি গোলাম মোল্লা ও তার চক্রটি দীর্ঘদিন যাবত অল্প খরচে ইতালী নিয়ে যাওয়ার বিষয়ে ভিকটিমকে প্রলোভন দেখায়। ভিকটিমের আগ্রহকে পুঁজি করে ইতালী নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ফাঁদে ফেলে। প্রথমে চক্রটি দেশে কয়েক দফা ভিকটিমের কাছ থেকে টাকা নেয়। পরবর্তীতে তাকে পাঠানো হয় লিবিয়ায় সেখান থেকে তাকে ইতালী পাঠানো হবে বলে জানানো হয়।
এই প্রেক্ষিতে, ভুক্তভোগীর পরিবারের নিকট হতে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেয়। পাসপোর্ট কেড়ে নিয়ে ভিকটিমকে হোটেলে জিম্মি করে রেখে তার পরিবার থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় চক্রটি। উক্ত ঘটনায় বর্ণিত আসামির বিরুদ্ধে ভিকটিমের ভাই বাদী হয়ে গত ২৩/০৩/২০২৫ইং তারিখে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় (মামলা নং- ৩৬ তারিখ ২৩/০৩/২০২৫ ইং ধারা- ৬/৭/৮/৯/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২) একটি মামলা রুজু হয়। বর্ণিত আসামিকে গ্রেপ্তারের লক্ষে র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ২৩/০৪/২০২৫ ইং তারিখ রাতে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তার সহযোগী মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স