মোঃ মোকাদ্দেস হোসাইন হোসাইন, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ দাম ভালো থাকায় মনের সুখে ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকেরা। এই উপজেলায় ধানের পাশাপাশি নিয়মিত ভুট্টা চাষ করছেন উপজেলার কৃষকেরা।
উপজেলার বর্মগাছা গ্রামের কৃষক মোঃ আব্দুল মান্নার সহ বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, অন্যের জমি বর্গা নিয়ে কয়েক বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে।
এদিকে নিমগাছি, ভুইয়াগাতী, নলকা ও পাঙ্গাসী গ্রামের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, ভুট্টা চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন তারা। তবে ভুট্টা চাষ করলে অন্য কোনো ফসলের চাষাবাদ করা সম্ভব হয় না বললেই চলে। এবার পর্যাপ্ত পরিমান ভুট্টার চাষাবাদ হয়েছে। তাছাড়া এবার ভুট্টার বাম্পার ফলনও হয়েছে। এ উপজেলার কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন ভুট্টা ঘরে তুলতে।
এদিকে সরকারি প্রণোদনা পেলে আগামিতে ভুট্টার পাশাপাশি গমেরও চাষাবাদ করবেন বলে জানান, উপজেলার বেশ কয়েকজন কৃষকেরা।