ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা ও অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়’কে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-২৪ ১১:১৮:১৮
হত্যা ও অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়’কে গ্রেফতার করেছে র‌্যাব হত্যা ও অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়’কে গ্রেফতার করেছে র‌্যাব


 
নিজস্ব প্রতিবেদক : হত্যা ও অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়’কে গ্রেফতার করেছে র‌্যাব ৬, সাতক্ষীরা

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ এপ্রিল ২০২৫ দিবাগত রাত ০২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়নের জয়নগর গ্রাম হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ হত্যা, অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মারপিট সহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়, পিতা- মৃত শেহের আলী, সাং-জয়নগর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা'কে ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৪ সালে উক্ত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ০১ টি হত্যা চেষ্টা মামলা রুজু হয়। উক্ত আসামি তার ভগ্নিপতি (দুলা ভাই) কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়াও তার বিরুদ্ধে খুন, অপহরণ সহ ০৩ টি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ