ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ


আপডেট সময় : ২০২৫-০৪-২৪ ০৩:১৫:২৫
পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ
 
 
পটুয়াখালী প্রতিনিধি; মনজুর মোর্শেদ তুহিন 
 
পটুয়াখালীতে কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন। ঘটনাস্থল থেকে জব্দকৃত মালামাল কোস্টগার্ড তার নিজস্ব পিকাপ ভ্যনে তাদের ক্যাম্পে নিয়ে যায়। 
 
২৩ এপ্রিল (বুধবার) আনুমানিক রাত ৮:৩০ মিনিটে কোষ্ট গার্ডের একটি দল ভ্যন গাড়িতে বহনকারী অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন বহনকারী দুটি ভ্যান গাড়িকে শহরের জুবলি স্কুল গেট সংলগ্ন সড়কে গতিরোধ করে। এ সময়ে উপস্থিত মানুষের জনসমুক্ষে ১৩ বস্তা অবৈধ চায়না দুয়ারী জাল ও ২ বস্তা নিষিদ্ধ পলিথিন আটক করে যার আনুমানিক ওজন ১৫০০ কেজি।
 
বহনকারী ভ্যানচালক মোঃ সুমন এর বক্তব্য অনুযায়ী জানা যায়, পুরান বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান চরমোনাই স্টোরের ক্রয় কৃত মালটি কুরিয়ার সার্ভিস থেকে ছাড়িয়ে আনেন কিন্তু মালিকের নাম তার জানা নেই।  ভ্যান চালকদের কাছে কোন ক্রয় ম্যমো পাওয়া যায়নি এবং মালামাল জব্দ করার পর ভ্যানচালকদের ছেড়ে দেন।  
 
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার (সিসি) মোঃ জাকারিয়া ঘটনাস্থলে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এখানে কি পেয়েছি আপনারাই তো দেখছেন। অভিযান কালে আমাদের বক্তব্য দেয়ার অনুমতি নেই। আপনারা মিডিয়া সেল থেকে তথ্য জেনে নিবেন।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ